ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর নতুন করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেলেন সজীব আহমেদ ওয়াজেদ জয়।
আওয়ামী লীগের গত দুই সরকারের মেয়াদেও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে ছিলেন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় অন্য অনির্বাচিত মন্ত্রী ও উপদেষ্টাদের মত তিনিও দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, ‘সজীব আহমেদ ওয়াজেদকে প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনেও বিষয়টি জানানো হয়েছে।