• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছেন মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১০:৪২ এএম
অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছেন মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী

ঢাকা: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণহানি এড়াতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে চলে এসেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান।

বিজিবির এ কর্মকর্তা গতকাল জানিয়েছিলেন, রবিবার ভোর থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

রবিবার রাত ১১টা ৫৯ মিনিটে বিজিবির এক বার্তায় বলা হয়েছিল, ‘মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৬৮ জন সদস্য অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এর মধ্যে আহত ১৫ জন সদস্যকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের মিয়ানমার অংশে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর লড়াইয়ের মধ্যে রবিবার সকালে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১৪ বিজিপি সদস্য। পরবর্তী সময়ে বাহিনীর আরও অনেক সদস্য বাংলাদেশে ঢুকে পড়ে।

এমএস

Wordbridge School
Link copied!