Menu
ঢাকা: সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে র্যাব।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন এলিট ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
অনেকদিন ধরেই লাগামহীন নিত্যপণ্যের বাজার। মাছ-মাংস থেকে শুরু করে সব পণ্যের দাম বেড়েই চলছে। এমন অবস্থায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও সুফল মিলছে না।
সোমবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে র্যাব কর্মকর্তা কমান্ডার আল মঈন বলেন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে র্যাব। এরই মধ্যে র্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির বিরুদ্ধে চলা অভিযানের কথা উল্লেখ করে র্যাবের এই কর্মকর্তা জানান, গতকাল পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযান চলমান আছে।
এমএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT