ঢাকা : মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের কাছে এক সাংবাদিক জানতে চান- বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে কিনা?
বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বেশ সোচ্চার যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরে এ বিষয়ে প্রশ্ন করার জন্য দুই-একজন সাংবাদিক যেন অনেকটা নির্ধারিতই আছে। তারা নানা প্রশ্ন রাখেন। কোনো প্রশ্নের জবাব মেলে, আবার কোনোটি নিজেদের স্বার্থে কৌশলে এড়িয়ে যায় ইউএস পররাষ্ট্র দফতর।
গত ১৪ ফেব্রুয়ারি, মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের কাছে এক সাংবাদিক জানতে চান- বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে কিনা?
তিনি বলেন, আমরা কিছু সমালোচনা দেখেছি, যেমন আমি ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে পিছু হটেছে। এ বিষয়ে আপনার অবস্থান কি?
এর উত্তর না দিয়ে আফরিন আক্তার বিষয়টি অত্যন্ত কৌশলের সঙ্গে এড়িয়ে সাংবাদিককে অন্য প্রসঙ্গে নিয়ে যান। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ তৈরি করার দিকে মনোনিবেশ করতে চাই। তাই মিডিয়া নিয়ে কাজ করছি। এই উত্তরে সামঞ্জস্য খুঁজে পাননি বেশিরভাগ সাংবাদিক। তাই একে এড়িয়ে যাওয়া হিসেবেই দেখতে চান তারা।
এমটিআই