• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে কেন প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১১:০৩ এএম
ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে কেন প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ঢাকা : জেলেনস্কি নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন। এজন্য সম্মেলনের ফাঁকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে। সেখানে মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনাই হবে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে তিনদিনের সফরে জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ সম্মেলনের ফাঁকেই তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন  ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হবে সংবাদ সম্মেলনে তা স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশ সব সময়ই যুদ্ধের বিরুদ্ধে। আমরা পৃথিবীতে শান্তি-স্থিতি চাই। এছাড়া জেলেনস্কি নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন। এজন্য সম্মেলনের ফাঁকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে। সেখানে মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনাই হবে।

উল্লেখ্য, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মূলত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা অংশ নেন। ১৯৬৩ সাল থেকে শুরু হওয়া এই আয়োজনের ৬০ বছর পূর্তিও এবার উদযাপন করা হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!