• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হজে গিয়ে অবৈধভাবে অর্থ সংগ্রহ করলে ৭ বছরের জেল


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৭:১২ পিএম
হজে গিয়ে অবৈধভাবে অর্থ সংগ্রহ করলে ৭ বছরের জেল

ঢাকা: আসন্ন হজ মৌসুমে অবৈধ তহবিল সংগ্রহ করলে সাত বছরের কারাদণ্ড দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ ছাড়া ৫০ লাখ সৌদি রিয়াল জরিমানাও করা হতে পারে, বাংলাদেশি মুদ্রায় যা ১৪ কোটি ৬২ লাখ টাকারও বেশি। উভয়দণ্ডও ভোগ করতে হতে পারে বলে জানিয়েছে সৌদি সরকার। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সৌদি পাবলিক প্রসিকিউশন এক পোস্টে জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো তহবিল সংগ্রহ করা অবৈধ। কারও বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়া গেলে শাস্তির মুখে পড়তে হবে।

সরকার জানায়, মিথ্যা বলে ও প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ সংগ্রহকারীদের বিরুদ্ধে অ্যান্টি ফিন্যানসিয়াল ফ্রড ও ব্রিচ অব ট্রাস্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী জুনে হজের নতুন মৌসুম শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ অর্থাৎ ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি আরব।

এমএস

Wordbridge School
Link copied!