• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ঢাকায় ভারতের প্রধান বিচারপতি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে


নিজস্ব প্রতিবেদক  ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১১:২৮ এএম
ঢাকায় ভারতের প্রধান বিচারপতি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে

ঢাকা: প্রথমবারের মতো ঢাকায় এসেছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসেছেন তিনি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ভারত-বাংলাদেশের অভিজ্ঞতা : দক্ষিণ এশিয়ার একবিংশ শতাব্দীর সাংবিধানিক আদালত শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলনে ভারতের সুপ্রিম কোর্টের আরও দুজন বিচারপতি বাংলাদেশে এসেছেন। এসেছেন কলকাতা হাইকোর্টের অন্য দুই বিচারপতিও।

আগামীকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

ভারতের ৫০তম প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। বিচারপতি হিসেবে ২০২২ সালের ৯ নভেম্বর শপথ নেন তিনি।

এমএস

Wordbridge School
Link copied!