• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
জানালেন পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ করেছে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৬:৩৮ পিএম
র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ করেছে বাংলাদেশ

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাহিনীটির সাত জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের ব্যাপারেও কথা হয়েছে। তবে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি।

এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নিতে মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখার।

এইলিন লুবাখার বলেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করছে।

এমএস

Wordbridge School
Link copied!