ঢাকা: বাংলাদেশে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে ইতোমধ্যেই বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে।’
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগে আইজি ব্যাজ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’
নিরীহ ও অসহায়দের যেকোনো সমস্যার সমাধান যেন থানাতেই করে দেওয়া হয় সেই আহ্বানও জানান আইজিপি।
পুলিশের সেবা প্রদানের মূলকেন্দ্র থানাকে জনগণের আস্থা ও ভরসার স্থানে পরিণত করতে চান বলেও জানান পুলিশ প্রধান। বলেন, ‘দেশের নাগরিকেরা যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।’
এমএস