• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

একবছরে দেশের ভোটার বেড়েছে ২৬ লক্ষ ৯৮ হাজার 


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২৪, ০৪:৩৮ পিএম
একবছরে দেশের ভোটার বেড়েছে ২৬ লক্ষ ৯৮ হাজার 

ঢাকা: সর্বশেষ হালনাগাদ শেষে বাংলাদেশের ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।শনিবার (২ মার্চ) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, ২০২৩ সালের ২ মার্চ ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এখন হালনাগাদ শেষে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

তিনি জানান, তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন। এবার ভোটার বেড়েছে দুই দশমিক ২৬ শতাংশ।

আইএ

Wordbridge School
Link copied!