• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বেইলি রোডের অগ্নিকাণ্ডে শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদির চিঠি


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২৪, ০৪:৪৭ পিএম
বেইলি রোডের অগ্নিকাণ্ডে শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদির চিঠি

ঢাকা: রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২ মার্চ) চিঠির বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশন। এর আগে শুক্রবার (১ মার্চ) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠির মাধ্যমে তিনি এই শোক জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা চিঠিতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ শপিং মলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তিনি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী মোদি আরও নিশ্চিত করেছেন যে, এই দুঃখের সময়ে ভারত যেমন বাংলাদেশের পাশে রয়েছে ঠিক তেমনি তার চিন্তাভাবনা এবং প্রার্থনা বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের সঙ্গে সবসময় থাকবে।

আইএ

Wordbridge School
Link copied!