• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পিটার হাসের নৈশভোজে ড. ইউনূস


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৪, ০৯:৩৯ পিএম
পিটার হাসের নৈশভোজে ড. ইউনূস

ঢাকা: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস  

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস গতকাল সোমবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আয়োজিত নৈশভোজে যোগ দেন। সেখানে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গ্রেগ নেলসন। সাক্ষাতে গ্রামীণ ও অপরচুনিটি ইন্টারন্যাশনালের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) এ সাক্ষাতের বিষয়ে ইউনূস সেন্টার জানিয়েছে, সাক্ষাৎকালে ড. ইউনূস ও গ্রেগ নেলসন গ্রামীণ ও অপরচুনিটি ইন্টারন্যাশনালের স্বাস্থ্য কর্মসূচি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম উপস্থিত ছিলেন।

অন্যদিকে, লিংকডইনে দেওয়া পোস্টে পিটার হাস বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং নূরজাহান বেগমের সঙ্গে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তাদের অসাধারণ কাজ সম্পর্কে কথা বলা অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় ছিল। তাদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনারা যে কাজ করেন, তার জন্য ধন্যবাদ।’

এমএস

Wordbridge School
Link copied!