• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

‘নারীর অর্থনৈতিক সক্ষমতা সৃষ্টিতে কাজ করছে সরকার’


নিজস্ব প্রতিবেদক  মার্চ ৮, ২০২৪, ১১:৫৬ এএম
‘নারীর অর্থনৈতিক সক্ষমতা সৃষ্টিতে কাজ করছে সরকার’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু বলতেন “মেয়েদের অর্থনৈতিক মুক্তিটাই সব থেকে বড়”। একটি মেয়ে যদি নিজে আয় করে, দশটি টাকাও যদি সে আয় করে সংসারে ফেরে তবে সেই সংসারে তার একটা অবস্থান থাকে, মতামত থাকে। অর্থাৎ নারীর অর্থনৈতিক সক্ষমতা সৃষ্টি করতে হবে। সে লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার।’

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবসে’র আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিটি জায়গায় বাংলাদেশের মেয়েরা সাফল্য পাচ্ছে।’

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নারীদের জন্য প্লট বরাদ্দের ব্যবস্থা থাকছে বলে জানান প্রধানমন্ত্রী।

এরআগে জাতীয় পর্যায়ে পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। পুরস্কার প্রাপ্তদের হাতে তিনি সম্মাননা পদক, এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এমএস

Wordbridge School
Link copied!