ঢাকা: দেশের অন্যতম ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (৯ মার্চ)। ভোটকে ঘিরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। দুই সিটিতেই ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দুই সিটি ছাড়াও এদিন তিনটি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ তিনটি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদ) মেয়রের শূন্য পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া স্থানীয় সরকারে বিভিন্ন উপ-নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।
এদিকে, ইভিএমসহ ভোটের সরঞ্জাম বুঝে নিতে শুক্রবার (৮ মার্চ) সকালে কুমিল্লা জেলা স্কুল মাঠে উপস্থিত হন প্রিজাইডিং কর্মকর্তারা। কুমিল্লা সিটির এ উপনির্বাচনে ভোট কেন্দ্র ১০৫টি। মেয়র পদে লড়ছেন ৪ জন। ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন।
ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
আর ময়মনসিংহে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয় সার্কিট হাউজ মাঠ থেকে। সিটি নির্বাচনে ১২৮টি কেন্দ্রে ভোট নেয়া হবে। মেয়র পদে লড়ছেন ৫ জন। ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।
নির্বাচনে বৃহস্পতিবার (৭ মার্চ) মধ্যরাত ১২টা থেকে প্রচার বন্ধ করা হয়।
ময়মনসিংহ সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুমিল্লা সিটি নির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থী তাহসীন বাহার, নূর-উর রহমান মাহমুদ তানিম, মোহাম্মত নিজাম উদ্দিন ও মো. মুনিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই সিটি নির্বাচনেই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সাধারণ কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর ১৬ জনের ফোর্স ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জনের ফোর্স মোতায়েন থাকছে।
এদিকে পৌরসভাগুলোতে ১২ থেকে ১৪ জনের ও ইউপির নির্বাচনগুলোতে ২২ জনের ফোর্স নিয়োজিত করেছে ইসি।
নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, পরিস্থিতি ভালো আছে। তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে।
২০১৯ সালের ৫ মে ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রথম ভোট হয়েছিল। সেবার কেবল কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হয়েছিল। মেয়র নির্বাচিত হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অপরদিকে গত ৩ ডিসেম্বর চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক। বিধি অনুযায়ী ১১ মার্চের মধ্যে সেখানে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
আইএ