• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৫ টাকার লেবু ১৩ টাকায় বিক্রি, জরিমানা লাখ টাকা


চট্টগ্রাম প্রতিনিধি মার্চ ১১, ২০২৪, ০৮:৫০ পিএম
৫ টাকার লেবু ১৩ টাকায় বিক্রি, জরিমানা লাখ টাকা

চট্টগ্রাম: রমজান মাস উপলক্ষে রাজধানীর পাশাপাশি চট্টগ্রামের বাজারে লেবুর দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। এক সপ্তাহের ব্যবধানে পাঁচ টাকার লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকায়।

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের স্টেশন রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র দেখা গেছে। অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, অভিযানে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে ও বেশি দামে লেবু বিক্রির অভিযোগে রিয়াজুদ্দিন বাজারের মেম্বার বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা ও মাসুরা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অপরাধে মিতালী বাণিজ্যালয়কে ১৫ হাজার এবং বিসমিল্লাহ বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ‘আড়তে মূল্য তালিকা নেই। একেক সময় একেক দামে বিক্রি করে ওরা। বাগান থেকে লেবু কেনার রশিদও নেই। এই পর্যন্ত ৪টি প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

এমএস

Wordbridge School
Link copied!