• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সোমালিয়ান জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি


নিউজ ডেস্ক মার্চ ১২, ২০২৪, ০৪:৩২ পিএম
সোমালিয়ান জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি

ঢাকা: সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি একটি জাহাজ। জলদস্যুরা জাহাজে থাকা ২৩ নাবিককে জিম্মি করেছে বলে জানা গেছে। 

জানা গেছে, জাহাজটির নাম এমভি আবদুল্লাহ।আফ্রিকার মোজাম্বিক থেকে আরব আমিরাতের দুবাই যাচ্ছিল পণ্যবাহী জাহাজটি।

পথিমধ্যে মঙ্গলবার গালফ অব ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নাবিকেরা নিরাপদে রয়েছেন। নৌপরিবহণ মন্ত্রণালয় ইতোমধ্যেই পরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। 

জাহাজটি আক্রান্তের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

তিনি বলেন, জাহাজের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জাহাজের ক্রুরা (নাবিক) নিরাপদে রয়েছেন। তাদের উদ্ধারে আন্তর্জাতিক যে প্রক্রিয়া ও কৌশল রয়েছে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

এরআগে ২০১০ সালেও বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ ৩ মাস পর ২৬ নাবিকসহ জাহাজটি মুক্ত হয়।

আইএ

Wordbridge School
Link copied!