• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩০


গাজীপুর প্রতিনিধি মার্চ ১৩, ২০২৪, ০৮:১০ পিএম
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩০

ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩০ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ইফতারের আগে নতুন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় আগুন ধরে যায়। এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেওয়া হয়। আর এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়। যেহেতু এটা শ্রমিক কলোনি, তাই এই অঞ্চলটি খুবই জনবহুল। ইফতারের আগে মাটির চূলায় রাস্তার ওপর রান্না করছিলেন কেউ কেউ। রাস্তায় বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার ফেলার কারণে তাদের অনেকেই দগ্ধ হয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয়রা দগ্ধদের কোনাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আনা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

আইএ

Wordbridge School
Link copied!