চট্টগ্রাম : ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের নামাজ-রোজা পালনের সুযোগ দেওয়া হচ্ছে। তাদের ওপর কোনো নির্যাতন চালানো হচ্ছে না বলেও জানা গেছে।
বুধবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে মোবাইলে কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলামকে জিম্মি এক নাবিক এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। পণবন্দি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। কেএসআরএম-এর একটি সহযোগী সংস্থা এসআর শিপিংয়ের মালিকানাধীন এই জাহাজটি ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাতে যাচ্ছিল।
এর আগে কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানিয়েছিলেন, ক্রুদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজে মোট ২৩ জন ক্রু রয়েছেন। তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন। তবে জলদস্যুরা যোগাযোগ না করা পর্যন্ত ক্রু বা জাহাজ উদ্ধারের জন্য আলোচনা শুরু করার কোনো সুযোগ নেই।
এমটিআই