• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৪০ বছর আগে বাবার হাতে লাগানো গাছ ছুঁয়ে দেখলেন ভুটানের রাজা


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৪, ০৮:০২ পিএম
৪০ বছর আগে বাবার হাতে লাগানো গাছ ছুঁয়ে দেখলেন ভুটানের রাজা

ঢাকা : ৪০ বছর আগে বাংলাদেশ সফরে এসে জাতীয় স্মৃতিসৌধ প্রা্ঙগণে একটি ‘সিলভার ওক’ গাছের চারা লাগিয়েছিলেন ভুটানের তৎকালীন রাজা জিগমে সিংগে ওয়াচুক।

জিগমকে সিংগে ওয়াংচুকের ছেলে ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবার বাংলাদেশে এসে সেই গাছ ছুঁয়ে জানালেন শ্রদ্ধা।

১৯৮৪ সালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘সিলভার ওক’ গাছ লাগিয়েছিলেন রাজা জিগমে সিংগে ওয়াচুক।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ভোরে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।

পরে ভুটানের রাজা তার বাবার হাতে লাগোনো গাছটি দেখেন। তিনি নিজেও জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘নাগেশ্বর চাপা’ গাছের চারা রোপণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রানি জেৎসুন পেমা উপস্থিত ছিলেন।

চারদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার রানি জেৎসুন পেমাকে ঢাকায় আসেন ভুটানের রাজা।

এমটিআই

Wordbridge School
Link copied!