• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রেনের ৩৩ হাজার টিকিটের জন্য ২ কোটিবার চেষ্টা


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৪, ০৮:১৬ পিএম
ট্রেনের ৩৩ হাজার টিকিটের জন্য ২ কোটিবার চেষ্টা

ঢাকা: আগামী ৭ এপ্রিল ঈদ যাত্রার ট্রেনের টিকিটের জন্য প্রায় ২ কোটি বার চেষ্টা করা হয়েছে। এ দিন ট্রেন যাত্রীদের জন্য ঢাকা থেকে বরাদ্দ ছিল ৩২ হাজার ৫৯১টি টিকিট, এর মধ্যে ২৮ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

এরমধ্যে সকাল ৮টা থেকে সাড়ে ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়ার পিক আওয়ারে চেষ্টা হয়েছে ৮২ লাখ বার। আর দুপুর দুইটা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিট ছাড়ার পিক আওয়ারে ৭৪ লাখ বার চেষ্টা করেছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রেল সেবা অ্যাপ পরিচালনার দায়িত্বে থাকা সহজ.কমের চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।  

এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে৷ ঈদ উপলক্ষে এ অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে৷

এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে৷ ঈদ যাত্রা সুস্থতা রাখার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি৷ 

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

আইএ

Wordbridge School
Link copied!