• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যানজট আর ধুলা-বালির ভোগান্তি নিয়েই চলছে ঈদযাত্রা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৪, ১১:২৮ এএম
যানজট আর ধুলা-বালির ভোগান্তি নিয়েই চলছে ঈদযাত্রা

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। তবে তাদের সেই ফেরার পথ অনেক দূর্গম। একদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সঙ্গে যোগ হয়েছে প্রচণ্ড ধুলা। 

এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরবঙ্গগামী যাত্রীদের। ধুলায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকা, সল্লা, সেতু পূর্ব রেল‌স্টেশন, হা‌তিয়া, ভাবলা ও এলেঙ্গায় সড়‌কের বাইরে দি‌য়ে যানবাহন চলাচল করছে। 

এতে ধুলায় মহাসড়ক অন্ধকার হ‌য়ে যা‌চ্ছে। ধুলা থে‌কে বাঁচ‌তে যাত্রীদের কোনো তেমন কোনো সুরক্ষা সামগ্রী না থাকায় তারা বিপাকে পড়েছেন। অনেককেই ধুলা থেকে বাঁচতে মুখে কাপর বেঁধে রাখতে দেখা গেছে। 

দীর্ঘ সময় ধ‌রে যাত্রী ও চালক‌রা ধুলার নিশ্বাস নেওয়ার কার‌ণে বি‌ভিন্ন ধর‌নের জ‌টিল রোগ হওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে ব‌লে বি‌শেষজ্ঞ চি‌কিৎসকরা বল‌ছেন।

এদি‌কে মহাসড়‌কে ধীরগ‌তির কার‌ণে যাত্রী ও চালক‌দের চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাস‌ড়‌কের জোকারচর এলাকায় কথা হয় খোলা ট্রাকে করে প‌রিবার নি‌য়ে যাওয়া রিয়া‌জের সঙ্গে। 

তিনি বলেন, বাস না পে‌য়ে অনেকটা বাধ্য হয়ে খোলা ট্রা‌কে বা‌ড়ি যা‌চ্ছি প‌রিবা‌রের সঙ্গে ঈদ কর‌তে। কিন্তু মহাসড়‌কে প্রচণ্ড ধুলা। যানবাহন মেইন সড়ক দি‌য়ে না গি‌য়ে আগে যাওয়ার প্রতি‌যো‌গিতায় সড়‌কের বাইরে দি‌য়ে যা‌চ্ছে। এতে চারদিক ধুলায় অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা আগে থেকে মাস্ক নিয়ে আসিনি। তাই কাপড় দি‌য়ে মুখ ঢাক‌তে হচ্ছে। 

মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস্যরা বলেন, মাস্ক থাক‌লেও কাজ হচ্ছে না। ধুলা মাস্কের ভেতর দি‌য়েই না‌কে প্রবেশ ক‌রছে। মহাস‌ড়‌কে ডিউটি কর‌লে ধুলা খে‌তেই হ‌বে। 

এআর

Wordbridge School
Link copied!