• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি


নিজস্ব প্রতিবেদক  এপ্রিল ১১, ২০২৪, ১২:২৩ পিএম
বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

ঢাকা: বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া  

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে ক্রেডেন্সিয়াল হলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বঙ্গভবনের কর্মকর্তারা জানান, ঈদুল ফিতর উপলক্ষে এবার ১৫০০ জনকে আমন্ত্রণ জানানো হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ পড়েন রাষ্ট্রপ্রতি। পাশাপাশি সমগ্র দেশবাসীকে এক বাণীতে ঈদের শুভেচ্ছাও জানান তিনি।

এমএস

Wordbridge School
Link copied!