• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২৪, ০৩:৩৩ পিএম
তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা : থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর শুরুর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থাইল্যান্ড থেকে সৌদি আরব ও গাম্বিয়া সফর শেষে ৭ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জানা গেছে, ইউএনএসকাপ কমিশনের সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাংকক সফর করবেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ১০ থেকে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

পরে ব্যাংকক থেকে পাঁচ দিনের সফরে ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে যাবেন শেখ হাসিনা। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নেবেন।

এরপর তিন দিনের সফরে গাম্বিয়া যাবেন। সেখানে তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

এমটিআই

Wordbridge School
Link copied!