Menu
ঢাকা: মিয়ানমার থেকে পালিয়ে আসা বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ সদস্যকে আগামী সোমবার (২২ এপ্রিল) নিজদেশে ফেরত পাঠানো হবে। একই দিনে মিয়ানমারে আটকে পড়া ১৫০ বাংলাদেশি দেশে ফিরবেন।
সূত্র জানায়, সোমবার মিয়ানমার থেকে একটি জাহাজ আসবে। সেই জাহাজে মিয়ানমারে আটকে পড়া ১৫০ বাংলাদেশি দেশে ফিরবেন। একই জাহাজে মিয়ানমার থেকে পালিয়ে আসা বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ সদস্যকে ফেরত পাঠানো হবে।
মিয়ানমারের জাহাজ আসার ক্ষেত্রে ইতোমধ্যেই ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। তবে মিয়ানমার থেকে জাহাজ আসা অনেক সময় আবহাওয়ার ওপর নির্ভর করে। আবহাওয়া ভালো না থাকলে, জাহাজ আসতে দুই-একদিন বিলম্ব হতে পারে।
এর আগে মিয়ানমারের ৩৩০ বর্ডার গার্ড পুলিশ ও সেনাসদস্যকে জাহাজে ফেরত পাঠানো হয়।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT