• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন কাতারের আমির


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২৩, ২০২৪, ০৪:৫৬ পিএম
দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন কাতারের আমির

ফাইল ছবি:

ঢাকা: দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা ত্যাগ করেন তিনি। 

এর আগে সোমবার বিকেলে ঢাকায় পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় কাতারের আমিরকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর।

আর গত দুই দশকের মধ্যে কাতারের কোনো আমিরের বাংলাদেশে এটিই প্রথম সফর। সবশেষ ২০০৫ সালে কাতারের তখনকার আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন।

এই সফরে বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকার তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তিগুলো হল–

# আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি

# পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি

# দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি

# সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি

# দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি

সমঝোতা স্মারকগুলো হল –

# কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক

# যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক

# শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক

# উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক

# বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক

আইএ

Wordbridge School
Link copied!