• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড 


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ৩০, ২০২৪, ০৯:৪৮ পিএম
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড 

ঢাকা: তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ তখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

এরমধ্যেই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯টায়। 

এ সময় দেশে ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

মন্ত্রণালয় জানায়, দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। এই মুহূর্তে জনজীবনে স্বস্তি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

এর আগে গত ২২ এপ্রিল রাত ৯ টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট। তার আগে ছিল ১৫ হাজার ৬৬৬ মেগাওয়াট। 

এ বছর গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার ৫০০ মেগাওয়াট হতে পারে বলে ধারণা করছে বিদ্যুৎ বিভাগ। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে ২৫ হাজার ৪৯১ মেগাওয়াট।

আইএ

Wordbridge School
Link copied!