ঢাকা: তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ তখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
এরমধ্যেই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯টায়।
এ সময় দেশে ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় জানায়, দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। এই মুহূর্তে জনজীবনে স্বস্তি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
এর আগে গত ২২ এপ্রিল রাত ৯ টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট। তার আগে ছিল ১৫ হাজার ৬৬৬ মেগাওয়াট।
এ বছর গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার ৫০০ মেগাওয়াট হতে পারে বলে ধারণা করছে বিদ্যুৎ বিভাগ। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে ২৫ হাজার ৪৯১ মেগাওয়াট।
আইএ