• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চাকরির আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ, দুই কনস্টেবল বরখাস্ত


নিজস্ব প্রতিনিধি মে ১১, ২০২৪, ০৬:১৪ পিএম
চাকরির আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ, দুই কনস্টেবল বরখাস্ত

ঢাকা: পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (১১ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

বরখাস্তরা হলেন- মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।

ইনামুল হক জানান, ২০২২ সালের ডিসেম্বরে রতন দাস নামের একজনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি মাদারীপুর জেলায় কর্মরত দুই কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন।  

অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!