• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১

ক্ষমা চেয়ে রেহাই পেলেন এমপি হাফিজ


নিজস্ব প্রতিনিধি মে ১৫, ২০২৪, ০৩:১৪ পিএম
ক্ষমা চেয়ে রেহাই পেলেন এমপি হাফিজ

ঢাকা: প্রকাশ্যে ভোট দিয়ে নিজের ভুলের জন্য লজ্জা প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সংসদ সদস্য হাফিজ মল্লিককে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ মে) নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়েছিলেন। কমিশন শুনানি করেছে। এতে তিনি ভুল স্বীকার করেছেন। লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন।

অশোক কুমার দেবনাথ বলেন, তার ক্ষমা চাওয়ার বিষয়টি আমলে নিয়ে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে কমিশন।

শুনানি শেষ হাফিজ মল্লিক সাংবাদিকদের বলেন, অবশ্যই এরপর থেকে সতর্ক থাকব। আমি ভুল করে করেছি, তা আমি স্বীকার করেছি। এতে কোনো সন্দেহ নেই।

আইএ

Wordbridge School
Link copied!