• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি করেছিলেন জিয়া: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক  মে ১৭, ২০২৪, ১২:০৮ পিএম
খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি করেছিলেন জিয়া: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণি তৈরি করেছিলেন জিয়াউর রহমান।’

শুক্রবার (১৭ মে) বেলা ১১টায় ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন- ২০২৪’- এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।

তিনি বলেন, ‘গ্রামের মানুষও যাতে নাগরিক সুবিধা পায় সেজন্য তৃণমূল থেকে উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘অর্থনীতির অনেক বড় বড় সঙ্গা আমি হয়তো বুঝবো না। কিন্তু একটা জিনিস বুঝি, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ কি পেলো সেটা দেখতে হবে। মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে। যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। তিনি তো বেশিরভাগ সময়ই জেলে থাকতেন। যতক্ষণ বাইরে থাকতেন, আমাদের সঙ্গে গল্প করতেন- কীভাবে দেশের মানুষের জন্য কাজ করতে চান, কীভাবে গ্রামগুলোকে সাজাবেন।’

সরকারপ্রধান বলেন, ‘বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন, “আমার মাটি আছে, মানুষ আছে। এই সোনার মাটি আর মানুষ দিয়েই আমি আমার দেশ গড়ে তুলব।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা আগামী ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা হয়তো কমবে, সেটা পরবর্তীসময়ে উত্তরণ করতে পারবো, সে আত্মবিশ্বাসও আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামের অর্থনীতি পাল্টে গেছে। যারা একবেলা ভাত খেতে পারতো না, এখন চারবেলা খায়। একসময় গ্রামে হাটবারের বাইরে কিছু পাওয়া যেতো না, এখন সুপার মার্কেট হয়েছে। আমাদের গ্রামের বাজার পাটগাতিতে (পাটগাতি টুঙ্গিপাড়ার একটি ইউনিয়ন) ঈদের আগে ২০০টি ফ্রিজ বিক্রি হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, শিল্প-কলকারখানাও তত বাড়ছে।’

এমএস

Wordbridge School
Link copied!