• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২৪, ০৫:৫৫ পিএম
ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা : ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২০ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, বাংলাদেশ একজন সত্যিকারের বন্ধুকে হারালো। এ ঘটনায় প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি দুর্গম এলাকায় রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন আরোহী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!