ঢাকা : উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় দেশের ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রথম চার ঘণ্টায় গড়ে ১৭% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
এর আগে প্রথম দুই ঘণ্টায় সকাল ১০টা পর্যন্ত গড়ে ৭ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিল কমিশন।
এই সময়ে কোথাও বড় ধরনের কোনো গোলাযোগের খবর না এলেও বিভিন্ন উপজেলায় ঘটেছে বিচ্ছিন্ন কিছু ঘটনা।
দুপুর ১টায় ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসে জাহাংগীর আলম বলেন, এই চার ঘণ্টায় গড়ে ১৬.৯৪ শতাংশ ভোট পড়েছে। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাট মিলিয়ে ১৮টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ সদর উপজেলায় ভোটের আগের রাতে দায়িত্বরত এক আনসার সদস্য ‘হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জাহাংগীর আলম বলেন, সাধারণত আমাদের দেশে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে। আশা করি প্রথম ধাপের চেয়ে ভোটের হার বাড়বে।
এই ধাপে মোট ভোটার আছেন তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন। ১৩ হাজার ১৬টি কেন্দ্রে তাদের ভোট নেওয়া হচ্ছে। ২৪ উপজেলায় ইভিএমে ভোট হচ্ছে। বাকি ১৩২ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।
উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে ভোট করার সুযোগ থাকলেও ভোটকে আরো বেশি অংশগ্রহণমূলক দেখানোর কৌশলে স্থানীয় সরকারের এ নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগ নেতারা নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও অর্ধশতাধিক উপজেলায় তাদেরও নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এমন অন্তত ৬৪ জনকে দল বহিষ্কারও করেছে বিএনপি।
গত ৮ মে ১৩৯ উপজেলায় প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৩৬.১%, যা গত দেড় দশকের মধ্যে সবচেয়ে কম।
সবশেষ ২০১৯ সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে ৪১ শতাংশের বেশি ভোট পড়ে। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচনে ৬১ শতাংশ এবং ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ৬৭.৬৯ শতাংশ ভোট পড়ে।
দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ভোট হচ্ছে। ২৯ মে তৃতীয় ধাপে ১১২ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে।
এমটিআই