• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর বন্ধ


নিজস্ব প্রতিনিধি মে ২৬, ২০২৪, ০৩:২৮ পিএম
কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর বন্ধ

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৬ মে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এই রুটে চলাচলকারী দেশের এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো তাদের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। তবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৬ মে) দুপুর ২টায় পর্যন্ত স্ব-স্ব বিমানবন্দর ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে যশোর বিমানবন্দর এখনো আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা না হলেও বাতাসের তীব্রতার কারণে বিমান এই রুটে ফ্লাইট বাতিল করেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রোববার সারাদিন কক্সবাজার বিমানবন্দর বন্ধ এবং দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় এই রুটে ফ্লাইট যাচ্ছে না।

আইএ

Wordbridge School
Link copied!