• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ঘূর্ণিঝড় রেমাল

ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল


নিজস্ব প্রতিবেদক মে ২৭, ২০২৪, ০৪:০৭ পিএম
ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

ঢাকা : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রুটের মোট ১০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার (২৬ মে) রাত ১২টা ১ মিনিট থেকে সোমবার দুপুর পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল করা হয়।

এ বিষয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ভিস্তারা এয়ারলাইনসের দিল্লি ও মুম্বাই ফ্লাইট, ইন্ডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট।

জানা গেছে, আবহাওয়ার কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইনের কুনমিং এবং মালয়েশিয়ান এয়ারলাইনের কুয়ালালামপুরের ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়।

 ঢাকা থেকে চট্টগ্রামগামী নভোএয়ারের একটি ফ্লাইট দুই ঘণ্টা উড়ে অবতরণে ব্যর্থ হয়ে আবার ঢাকায় ফিরে আসে।

এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে কক্সবাজার বিমানবন্দরের গতকাল সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা কক্সবাজারে তাদের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।

এ ছাড়া ঢাকা থেকে কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও নভোএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!