• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


নিজস্ব প্রতিনিধি মে ২৯, ২০২৪, ০৭:২৭ পিএম
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। 

জানা গেছে, মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটসহ দেশের বিভিন্ন স্থান।

রাজধানীর অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি— ভূমিকম্পটি ৫.৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে।

ভলকানো ডিসকভারি জানায়, ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পটির অবস্থান ছিল মিয়ানমারের মাওলাইকে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

আইএ

Wordbridge School
Link copied!