• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
ঈদযাত্রা

প্রথমদিনে ট্রেনের ৩৩ হাজার টিকিট বিক্রি


আজাদ ফারুক জুন ২, ২০২৪, ০৯:৫০ পিএম
প্রথমদিনে ট্রেনের ৩৩ হাজার টিকিট বিক্রি

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে রোববার (২ জুন) থেকে। প্রথম দিনে উত্তর ও পশ্চিমাঞ্চল মিলে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ৯০৬টি।

এবিষয়ে ঢাকা স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন সোনালীনিউজকে বলেন, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে শুরু হয় উত্তরাঞ্চলের টিকিট। শেষ হয় বিকাল ৪টায়। বেলা ১১টা পর্যন্ত প্রায় ১৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। আজকের দিন শেষে ৩২ হাজার ৯০৬টি অগ্রিম রেল যাত্রার টিকিট বিক্রি হয় উভয় অঞ্চল মিলে।

তিনি আরও বলেন, আজ ২ জুন বিক্রি হয়েছে ১২ জুন যারা বাড়িতে যাবেন তাদের টিকিট। এরই মধ্যে টিকিট তালিকা স্টেশনে টানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সকাল ৮টায় শুরুর প্রথম ৩০ মিনিটে ৬০ লাখ হিট পড়েছে টিকিট বিক্রির ওয়েবসাইটে। আর ২টার থেকে ২ টা ৩০ মিনিট এই আধা ঘণ্টা হিট পড়েছে ২৬ লাখ।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঈদের অগ্রিম যাত্রার পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর মধ্যে ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস এবং ঢাকা-নীলফামারী রুটের চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের চাহিদা রয়েছে। প্রথম ১০ মিনিটেই এই তিন রুটের টিকিট শেষ হয়ে গেছে।

এদিকে দ্রুততম সময়ে শেষ হয়ে গেছে ঢাকা থেকে লালমনিরহাটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসের টিকিট। এক ঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়ে গেছে ঢাকা থেকে রাজশাহীতে চলাচলকারী চার আন্তঃনগর পদ্মা, সিল্কসিটি, বনলতা ও রাজশাহী এক্সপ্রেসের টিকিট। যশোর ও খুলনা অঞ্চলের তিন আন্তঃনগর ট্রেন বেনাপোল, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের টিকিটও শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, আজ বিক্রি হয়েছে ১২ জুনের ট্রেনের টিকিট। দুপুর ২টায় শুরু হয় পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। এছাড়া ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন এবং ১৬ জুনের টিকিট বিক্রি হবে ৬ জুন।

আইএ

Wordbridge School
Link copied!