• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
উপজেলা নির্বাচন

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ


নিজস্ব প্রতিবেদক:  জুন ৫, ২০২৪, ০২:৪০ পিএম
চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ

ঢাকা: নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম জানিয়েছেন, চতুর্থ ধাপের নির্বাচনে ৬০ উপজেলায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ দশমিক ৩১ শতাংশ।

বুধবার (৫ জুন) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিউল আজিম বলেন, ২৬ জেলার ৬০ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ২০ উপজেলার ভোট আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আইএ

Wordbridge School
Link copied!