• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
মালয়েশিয়া শ্রমবাজার

মন্ত্রী-রাষ্ট্রদূতের বৈঠক, কর্মী পাঠানোর সময় বাড়ছে না


নিজস্ব প্রতিবেদক জুন ৫, ২০২৪, ০২:৪১ পিএম
মন্ত্রী-রাষ্ট্রদূতের বৈঠক, কর্মী পাঠানোর সময় বাড়ছে না

ঢাকা : সিন্ডিকেট গড়ে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কর্মী পাঠানোর অভিযোগে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। আর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এ শ্রমবাজারটি বন্ধের সঙ্গে স্বপ্নভঙ্গ হয়েছে হাজার হাজার কর্মীর। কয়েক লাখ টাকা খরচ করেও শেষ সময়ে দেশ ছাড়তে পারেননি তারা।

ভিসা ও কাজের অনুমতিপত্র পেয়েও যেসব কর্মী শেষ মুহূর্তে এসে মালয়েশিয়া যেতে পারেনি তাদের ভাগ্যে কী হবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবখানেই।

এর মাঝেই বুধবার (৫ জুন) প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ান হাইকমিশনার। স্বাক্ষাৎ শেষে মালয়েশিয়ান হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় আর বাড়ছে না।

বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ১৭ হাজার কর্মী পাঠানোর জন্য সময় বৃদ্ধি করার জন্য পুনরায় আহ্বান জানান। শেষ সময়ে কোনো ই-ভিসা ইস্যু করা হয়নি জানিয়ে মালয়েশিয়ান হাইকমিশনার বলেন, কোনো মিথ্যা তত্ত্বের ওপর ভিত্তি করে মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না।
 
এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, তদন্তের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত সবার ক্ষতিপূরণ দেওয়া হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!