• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুদকে যাচ্ছেন না বেনজীর, সময় চেয়ে আবেদন


নিজস্ব প্রতিবেদক:  জুন ৫, ২০২৪, ০৫:৪৮ পিএম
দুদকে যাচ্ছেন না বেনজীর, সময় চেয়ে আবেদন

ঢাকা: বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ জুন) বেনজীর আহমেদ এবং ৯ জুন বেনজীরের স্ত্রী ও দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করার কথা দুদকের। 

তবে বৃহস্পতিবার দুদকে যাচ্ছেন না বেনজীর।  এরই মধ্যে দুদকের তলবের বিপরীতে সময় চেয়ে আবেদন করেছেন তিনি। বুধবার (৫ জুন) বিকেলে এতথ্য জানা গেছে। 

জানা গেছে, দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে ১৫ দিনের সময় চেয়েছেন তিনি।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আমি সঠিকভাবে জানি না। তবে, শুনতে পেরেছি, তিনি (বেনজীর) সময় চেয়ে আবেদন করেছেন। যদিও এটা অনুসন্ধান টিমের বিষয় নয়, এটা তাদের বিষয়। তারা ভালো জানবেন। কারণ এ বিষয়টি কমিশন পর্যন্ত আসে না।

দুদকের এই তলবে বেনজীর হাজিন হন কিনা এ নিয়ে আগে থেকেই ছিলো নানা জল্পনা কল্পনা। কারণ, ইতোমধ্যে গণমাধ্যমে খবর এসেছে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজীর। এমনকি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কারো ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে তিনি (বেনজীর) তো যে কোনো জায়গায় যেতেই পারেন। ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি দেখার বিষয়, না কি তিনি সময় নিচ্ছেন।  

এমন পরিস্থিতিতে বেনজীর ইস্যু নিয়ে মঙ্গলবারও (৪ জুন) কথা বলেছেন দুদকের কমিশনার জহুরুল হক। তিনি বলেন, বেনজীর আহমেদ আগামী ৬ জুন যদি না আসেন, তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ধরে নেবে তার কোনো বক্তব্য নেই। তবে তিনি আবেদন করলে অনুসন্ধান কর্মকর্তা ১৫ দিন সময় দিতে পারেন। 

আইএ  

Wordbridge School
Link copied!