ঢাকা: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার হত্যা মামলায় অন্যতম সন্দেহভাজন আসামি গ্রেপ্তার সিয়াম হোসেনকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। শনিবার (৮ জুন) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত কোর্ট এ রিমান্ডের আদেশ দেন।
শুক্রবার (৭ জুন) দিনভর টানাপোড়নের পর পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি) সন্ধ্যায় জানিয়েছিল, সিয়াম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
সিআইডির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ভোলা জেলার বোরহানউদ্দিন গ্রামের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিয়াম। বাবা আলাউদ্দিন বালি। ৩৩ বছর বয়সী সিয়াম ওই হত্যাকাণ্ডের পর থেকে বনগাঁ এলাকায় আত্মগোপন করেছিল।
শনিবার (৮ জুন) ভারতে ছুটির দিন থাকায় তাকে বারাসাতের স্পেশাল কোর্টে হাজির করা হয।
আইএ