ঢাকা : ঈদের ফিরতি যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে সোমবার (১০ জুন) থেকে। বরাবরের মতো এবারও ঈদের পর বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করবে রেলওয়ে।
যাত্রীদের সুবিধার্থে, এবারও অনলাইনেই সব টিকিট দেওয়া হবে। ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষের কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বেলা ২টায় বিক্রি করা হবে।
আরও বলা হয়, আন্তঃনগর ট্রেনের ২০ জুনের টিকিট বিক্রি ১০ জুন, ২১ জুনের টিকিট ১১ জুন, ২২ জুনের টিকিট ১২ জুন, ২৩ জুনের টিকিট ১৩ জুন এবং ২৪ জুনের টিকিট বিক্রি হবে ১৪ জুন।
এমটিআই