• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশই বেশি লাভবান হবে, রেল যোগাযোগ নিয়ে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০২৪, ১১:৪৭ এএম
বাংলাদেশই বেশি লাভবান হবে, রেল যোগাযোগ নিয়ে প্রধানমন্ত্রী

ঢাকা: ‘যোগাযোগের পথ খুলে দেওয়ায় বাংলাদেশই বেশি লাভবান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বন্ধ রেল খুলে দেওয়ায় ব্যবসা-বাণিজ্য বাড়বে। বাংলাদেশ কি দরজা জানালা বন্ধ করে বসে থাকবে?’

ভারত সফর নিয়ে কথা বলতে গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, যারা বন্ধ রেল খুলে দেওয়ার সমালোচনা করছে, তারা বরং নিজেরাই ভারতের কাছে বিক্রি হয়ে আছে।

প্রধানমন্ত্রী বলেন, তিস্তা চুক্তির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস মিলেছে।  ঔষধ উৎপাদন ও গবেষণার বিষয়ে যে সমঝোতা হয়েছে তাতে লাভবান হবে বাংলাদেশ। 

সরকারপ্রধান বলেন, গ্রামীণ ব্যাংকের মাইক্রোক্রেডিটে দেশে দারিদ্র্যের হার কমেনি। গরিব মানুষের সুবিধার জন্য ড. ইউনূসকে সুদ কম নেওয়ার কথা বলেছিলাম।

বাংলাদেশ ও ভারত বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই সফরে দুই দেশের বিশ্বস্ততার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!