• ঢাকা
  • শনিবার, ২৯ জুন, ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

চৌদ্দগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


কুমিল্লা প্রতিনিধি : জুন ২৬, ২০২৪, ০৯:৪৮ পিএম
চৌদ্দগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ জুন) বিকালে উপজেলার বাতিসা ইউনিয়ন চাঁনকরা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত বড় ভাইয়ের নাম মো. ইলিয়াস (৪৫)। তিনি ওই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে। ছোট ভাইয়ের নাম মো. বাহার। 

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা। 

ওসি ত্রিনাথ বলেন, বিকেলে পারিবারিক ঝামেলা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ছোট ভাই বাহার বড় ভাই ইকবালকে ধারালো বটি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ইকবালকে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। লাশ কুমিল্লা মেডিকেলে রয়েছে। এই ঘটনায় আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইএ

Wordbridge School
Link copied!