• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

আজ সচিব সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৪, ২০২৪, ১১:২২ এএম
আজ সচিব সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ

ঢাকা : বৃহস্পতিবার (৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ সচিব সভা ডেকেছে। বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে।

এতে অংশ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয়ের সচিবদের পাঠানো হয়েছে।

শুদ্ধাচার ও সুশাসনসহ পাঁচটি বিষয়কে সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

ধারণা করা হচ্ছে, বাজেটোত্তর সভায় সচিবদের চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে। সভায় কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি উঠে আসতে পারে। সরকারি কর্মচারীদের দুর্নীতি রুখতে দিকনির্দেশনা আসতে পারে।

উল্লেখ্য, এর আগে সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি এ সচিব সভা হয়েছিলো।

এমটিআই

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!