• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কোটা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে পুলিশ


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ৭, ২০২৪, ০৮:০৬ পিএম
কোটা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে পুলিশ

ফাইল ছবি:

ঢাকা: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি এলাকা অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রাজধানী প্রায় অচল হয়ে যায়। দেখা দেয় যানজট।

শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরতরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বর্তমানে শাহবাগে অবস্থান নিচ্ছেন। 

এদিকে কোটা আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে বৈঠকে বসেছে পুলিশ। রোববার (৭ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে পুলিশের উপরমহল থেকে শিক্ষার্থীদের বৈঠকে ডাকা হয়।

শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম প্রতিনিধি হিসেবে বৈঠকে গিয়েছেন। তবে উপরমহলের কারা বৈঠক ডেকেছেন, তা জানা যায়নি।

আইএ
 

Wordbridge School
Link copied!