• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পুলিশের সাঁজোয়া যানের উপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০২৪, ০৭:৩৯ পিএম
পুলিশের সাঁজোয়া যানের উপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা: সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে রাজধানীর শাহবাগে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। 

একপর্যায়ে পুলিশের জলকামান ও সাঁজোয়া যানের উপর উঠে পড়েন ছাত্ররা। জলকামান ঘিরেই বিক্ষোভ করতে থাকেন তারা।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের তিন দিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে বাংলামোটর অভিমুখী রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে দেখা যায়। এ সময় শাহবাগ-বাংলা মোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আইএ

Wordbridge School
Link copied!