• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

মিরপুর ১০ নম্বরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০২৪, ০১:৫৭ পিএম
মিরপুর ১০ নম্বরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

ঢাকা : রাজধানীর মিরপুরে ১০ নম্বর গোলচত্বর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সোয়া ১২টার পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। পরে পুলিশ আবার ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর ১০ নম্বরের দিকে নিয়ে যায়।

এর আগে ১০ নম্বর গোলচত্বরের পশ্চিম পাশে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। জবাবে পুলিশও সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে।

আন্দোলন ও সংঘর্ষের জেরে মিরপুর ও এর আশপাশের এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাতে গণপরিবহণও কম দেখা গেছে।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ আজ কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এই কর্মসূচি চলাকালে শুধুমাত্র জরুরী সেবা অর্থাৎ হাসপাতাল, গণমাধ্যমসহ জরুরি কোনকিছু ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!