ঢাকা : চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে সরকার আজই শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কারের বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করছি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলাটা সর্বোচ্চ আদালতে আছে, এইটার শুনানি হবে তখন সরকার পক্ষ কোটার পক্ষে প্রস্তাব দিবে। এ কারণে আপনারা বলতে পারেন আমরা কোটা সংস্কারের পক্ষে।
আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য আমাকে অর্থাৎ আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সঙ্গে বসব এবং তাঁরা যখনই বসতে রাজি হবে সেটা আজকে হলেও আমরা বসতে রাজি আছি।
আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, আগামী ৭ আগস্ট মামলার যে শুনানি হওয়ার কথা ছিল, তা যেন এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়। আমি সেই মর্মে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি, আগামী রবিবার তিনি সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে তারা আপিল করবেন, যেন শুনানিটা এগিয়ে আনা হয়।’ প্রধান বিচারপতি এ বিষয়টি বিবেচনা করবেন বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।
এমটিআই