• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
আইজিপি

দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক, আইনের আওতায় আনা হবে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২৪, ১০:৪৪ এএম
দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক, আইনের আওতায় আনা হবে

ঢাকা : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেছেন, দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেনো তাদেরকে আইনের আওতায় আনা হবে।

বুধবার (২৪ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডেতে সম্প্রতি দুষ্কৃতকারীদের নৃশংস হামলায় নিহত তিন পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদানকালে এ কথা বলেন।

আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

তিনি বলেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কি আমাদের অপরাধ? তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছে। তারা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর।

নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, আপনারা প্রিয়জনকে হারিয়েছেন, এ ক্ষতি পূরণ হবার নয়। বাংলাদেশ পুলিশের সকল সদস্য আপনাদের পাশে রয়েছেন। যেকোনো প্রয়োজনে আমাদেরকে আপনাদের পাশে পাবেন।

আইজিপি এক শোকাবহ পরিবেশে নিহত পুলিশ সদস্যদের স্ত্রীদের হাতে শোকবার্তা ও অনুদানের অর্থ তুলে দেন।

শহীদ তিন পুলিশ সদস্য হলেন- পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. মোক্তাদির এবং ডিএমপির প্রটেকশন বিভাগের নায়েক মো. গিয়াস উদ্দিন। আইজিপি নিহত আনসার সদস্যের পরিবারকেও আর্থিক অনুদান প্রদান করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!