ঢাকা : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংস ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁজোয়া যান মোতায়েন করা হয়। এর মধ্যে কিছু যানে জাতিসংঘের লোগো দেখা যায়। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে তা উঠে আসে জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনেও। এ বিষয়ে এবার ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতিসংঘের যান ব্যবহারসংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের কোনো ভেহিকেল (যান) ব্যবহার করা হচ্ছে না। এগুলো (যান) জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল। লোগোটা মোছা হয়নি ভুলে। সেই লোগোগুলো এখন মুছে দেওয়া হয়েছে।’
এর আগে গত সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের লোগো শুধু শান্তিরক্ষা মিশনে নিযুক্ত থাকার সময় ব্যবহারের বিধান রয়েছে। বাংলাদেশে বিক্ষোভ চলাকালে জাতিসংঘের লোগোসংবলিত যানের ব্যবহার নিয়ে উদ্বেগের বিষয়টি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।
এমটিআই