• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোববার থেকে মঙ্গলবার সরকারি অফিস ৯টা-৩টা


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৭, ২০২৪, ০৫:০৬ পিএম
রোববার থেকে মঙ্গলবার সরকারি অফিস ৯টা-৩টা

ঢাকা: দেশে কারফিউ চলমান থাকায় কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এঅবস্থায় আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (২৮ জুলাই) বিকেলে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ব্যাংক ও আদালত নিজেরা সিদ্ধান্ত নেবে।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস।

কোটা আন্দোলন পরবর্তী দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে।

কারফিউ জারি হওয়ায় গত রোববার থেকে গত মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলছে না।

এআর/আইএ

Wordbridge School
Link copied!